রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ বলেছেন, “অহংকার আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব আমার পোষাক। অনন্তর যে এর কোন একটি নিয়ে আমার সাথে কাড়াকাড়ি করবে তাকে আমি জাহান্নামে ছুড়ে মারব।”
হে আল্লাহ, নিজের অজান্তেও কখনো যদি আমার আচার আচরণ কিংবা কথা বার্তায় অহংকার প্রকাশ পেয়ে থাকে তবে আমি তোমার নিকট ক্ষমাপ্রার্থী।
জীবনে যেন কখনো ভুলে না যাই- "অহংকার পতনের মূল।