গল্পঃ বোনের স্মৃতি আপু সারাদিন টিভিতে কি দেখো?রিমোট দাও এবার আমি একটু 翻訳 - গল্পঃ বোনের স্মৃতি আপু সারাদিন টিভিতে কি দেখো?রিমোট দাও এবার আমি একটু 日本語言う方法

গল্পঃ বোনের স্মৃতি আপু সারাদিন টিভি

গল্পঃ বোনের স্মৃতি
আপু সারাদিন টিভিতে কি দেখো?
রিমোট দাও এবার আমি একটু
কার্টুন দেখবো।
--ঐ তোর কিসের টিভি আব্বু তোকে
লেপটপ, ফোন দিয়েছে। যাহ
এগুলা চালা গিয়ে..আমি একটু নাটক
দেখি।
--ঐ তাড়াতাড়ি দাও বলছি নাহলে?
--না হলে কি? নাহলে কি করবি?
--নাহলে তোমাকে! এবার আপুকে
আলতো করে একটা ঘুষি মেরে চলে
আসলাম।
--আশ্চর্যের বিষয় হলো আপূ আমার ঘুষি
খেয়ে আবার হাসিমুখে টিভি
দেখছে। যেনো আমার উপর কোনো
রাগই নেই।
একদিন,
--আম্মু আমাকে কিছু টাকা দাও তো..
--আমার কাছে এখন টাকা নাই (আম্মু)
--আপু আমাকে বিশ টাকা দাও তো।
--কেনো তুই টাকা দিয়ে তুই কি করবি?
--কেনো মানুষ টাকা দিয়ে কি করে?
--টাকা দিয়ে মানুষ অনেক কিছু করে
এখন তুই কি করবি?
--এইতো মোবাইলে রিচার্জ করবো।
--না আমি দিবো না তুই কালকে
আমাকে মেরেছিলি।
--আচ্ছা আর মারবো না দাও এবার।
--না কক্ষনো দিবো না।
--দিবে না তো?
--না।
--আচ্ছা তোমার টাকা লাগবে না
আমার বলে বিছানায় এসে শুয়ে
পড়লাম।
--একটু পর আপু এসে আমাকে একশ টাকা
দিলো
--আপু চেয়েছিলাম বিশ টাকা আর
দিয়েছো একশ টাকা! উফফ অনেকদিন
ধরে ফুচকা খাইনা আজকে খাবো
ভালো করে।
--ওই তোকে ফুচকার জন্য কে টাকা
দিয়েছে?
--কেনো তুমিইতো তো দিয়েছো?
--ইশশ শখ কত। শোন বিশ টাকা তোর
মোবাইলে আর আশি টাকা আমার
নাম্বারে দিবি...
--পারবো না। আমি ফুচকা খাব আজ।
--তাহলে আর দিব না।
আমি বললাম দিবো না। যদিও বলি
কিন্তু আপু ঠিকই জানে যে আমি
দিয়ে দিবো।
--দোকান থেকে এসে দেখি আপু
আমার জন্য ফুচকা রান্না করতেছে।
বছরখানেক আগে আমি স্কুল থেকে
ফিরলাম,
তখনি আম্মুর কড়া প্রশ্ন! অংকতে কতো
পেয়েছিস?
আমি ভয়ে ভয়ে বললাম, ত্রিশ।
--সেদিন আম্মু আমাকে অনেক
মেরেছিলেন। কিন্তু পরে আপু এসে
আমাকে অনেক কষ্টে নিয়ে
গিয়েছিলেন। তারপর শরীরে ঔষুধ
মেখে দিয়েছিলেন এবংকি ভালো
হওয়ার জন্য তেল দিয়ে মালিশ করে
দিয়েছিলেন।
আর নিজে না ঘুমিয়ে আমাকে রাতে
গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে
দিয়েছিলেন।

আপুর বিয়ের আগের দিন,
--আমি তো চলে যাচ্ছি তোর খারাপ
লাগবে না?
--কিসের খারাপ? আমি তো আরও
আনন্দে থাকব।আরামে টিভি
দেখবো। কেউ আর বাধা দিবে না।
তোমার রুম টাও আমার দখলে থাকবে।
উক্ত কথাটি আপুকে বলে যখন বিয়ের
অনুষ্ঠানের নিকটে অগ্রসর হচ্ছিলাম তখন
পিছন ফিরে দেখি আপু আমার দিকে
ছলছল চোখে তাকিয়ে আছেন।
একদৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে
ধরলাম। আর আপুর কোলে মাথা রেখে
উচ্চস্বরে কাদঁতে থাকলাম।
কিন্তু আপু আমাকে কোনো স্বান্তনা
দিলেন না। বরং নিজেই ঢুকরে ঢুকরে
কেদেঁ উঠলেন।
আর বলে উঠলেন, অলিন তুই আমার
কলিজা টুকরো রে, তোকে ছাড়া
আমি থাকতে পারবো না রে, তুই
আমার ভালবাসার একমাত্র স্মৃতি, আমি
আমার এই স্মৃতিটাকে সবসময় চাই রে।
উত্তরে আমি বলেছিলাম, ধূর পাগলি
আমি তোমার-ই ভাই ছিলাম,তোমার-ই
আছি, এবং তোমার-ই সোনামানিক
ভাই হিসেবে থাকবো।
আপু বলেছিলেন, আমাকে কিন্তু তোর
সবসময় দেখতে যেতে হবে।
আমি তখন তোকে খুব করে জড়িয়ে
ধরবো তোকে। আর অনীহা মিটানোর
জন্য তোকে দুচোখ ভরে দেখবো।
উত্তরে আমি খুব করে হাসলাম আর আপু
আমার দুষ্টু হাসি দেখে গাল টিপে
দিয়েছিলেন।
সেদিন আপু চলে যাওয়ার সময় আমাকেই
জড়িয়ে ধরে অনেকক্ষন কেদেঁছিলেন
আর রেখে গিয়েছেন তার ভালবাসার
স্মৃতিটাকে।
আর যাওয়ার সময় বলেছেন তার
স্মৃতিটাকে যেনো সবসময় সতেজ এবং
ভালো রাখি।
বিয়ের পর সবসময় এই আমি আপুর কাছে
চলে যেতাম আর আপু তার মায়ায় ভরা
দুচোখ দিয়ে আমাকে দেখতো আর
কান্না করতো।
--সত্যিই আজ আমি আমার আপুকে ছাড়া
কিভাবে আছি তা আমি নিজেই
জানি না।
প্রতিদিন প্রায় হাজারবার বলি, মা
আপু আসবে কখন?
উত্তরে মা বলতো,
কিরে এতদিন তো অনেক
জ্বালিয়েছিস এখন তোর আপু
আসার জন্য চিৎকার করতেছো?
তখন আমি কি আর বলবো? এর উত্তর তো
আমার কাছে জানা নেই। তবুও আমার
জোরে চিৎকার করে বলতে ইচ্ছে
করছে,
"আপু তোকে খুব ভালোবাসি রে
তোকে ভালোবাসি বলেই তোকে
এতো যন্ত্রনা দিতাম
কিন্তু তোর এই ছোট্ট ভাইটাকে
বিশ্বাস কর,
তোকে খুব বেশি ভালবাসি রে।
তোকে খুব মিস করছি
তুই ছাড়া আমি শূন্য"
আপু।একবার দেখে যা তোর দুষ্টু ভাইটা
আর আগের মতো নেই রে। প্রতিটা
মূহূর্তে তোর ভালবাসা পাওয়ার জন্য
ব্যাকুল হয়ে থাকে।
কথাগুলো বলে অনেক কান্নাকাটি
করেছিলাম। কিন্তু যখন এই অনুধাবন
করলাম,
"সব মেয়েকেই তো একদিন না
একদিন অন্যের বাড়ি যেতে হবে"
ঠিক তখনি আমার কান্নাগুলো কোথায়
যেনো হারিয়ে গেলো। তখন থেকে
না কেদেঁ শুধু সৃষ্টিকর্তার প্রতি একটাই
প্রার্থনা করতাম, আমার বোনটা যেনো
ভাল থাকে। জীবন সংসারে যেনো
সে এগিয়ে থাকে। আর আমি বোনের
গচ্ছিত রাখা স্মৃতিটার দিকে মনযোগ
দিলাম।
সমাপ্ত
0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
そのような彼女の思い出テレビで何の妹一日中?リモート私ビットと私は漫画を参照してください。あなたはどのようなあなたのaiテレビ父さんノートパソコン、携帯電話は述べています。Yahaこんにちはgiyeamiはではほとんどのドラマを流して。すぐに私にそれを与える、そうでない場合は?愛あればどのようなナ?それとも何?あなたをnahale!Tigerstarは静かに打ち抜いコースを。ascaryeraの問題を私の拳APU ダウン笑顔とテレビで見ています。私にトークありragai。ある日、ammu ..私にいくつかのお金を与える、私は、アマラ(母親)に今すぐお金を持っているAPU私に20ルピーを与える。あなたはそのお金でやる何をキノ?- なぜ人々はお金をどう?ん多くの人々をタカとやるあなたが今何をしよう?エイト電話を充電します。あなたに私はNAよ明日ですか私をmerechiliを。私を殺す、と私acchaしないでください。ナどのような状況で。ということは行わないでくださいませdibe?ナ。acchaをあなたのお金を取ることはありませベッドの中で、私に嘘をし、読みました。彼女は後に百お金が私のところに来たekatu た20 APUはお金を望んでいたし、百にお金を与えました!スターンバッハ長いkhaina今日食べるためにマイクロ波が良いです。あなたは、電子レンジ、あなたのためにお金をOIことを?キノtumiito?私に与えられたどのくらいisasa趣味。あなたのお金は20で、聞くと80ルピーの電話番号と私に教えparaboません。今日、私は電子レンジ。食べtahaleを、としません。私はそれを行うことはありません。言っている間そう、彼女は私がことを知っている'では、M。私は彼女がdokanaから来た私の本当の名前のために料理し続けています。一年前、私は学校が返され、その後の質問は強力な開始しました!どの数字私?私は恐れていたと述べ、30。sedina私ママが死亡しました。しかし、その後、彼女が来て、私に多くの問題をもたらしました。そして、医学の体はずっと前に良いebankiたオイルマッサージ用しました。私は夜眠れなかった睡眠を物語は語った。• 日妹の結婚式の前に、あなたの悪いAMIは私がするつもりだそれを行う?kisera悪いですか?私ももっとあったthakabaarameテレビ幸せな時計。誰も防ぐものではありません。あなたの部屋は私の所持タウになります。事は結婚時に奇妙なクソです式典がに移動された妹を見に戻って、私の目が口論している。Tigerstarに関与ekadaureをつかみました。そして、私の姉の膝とkadamte大声で宿泊しました。しかし、私は彼女には何の慰めではありませんしませんでした。しかしdhukareのdhukareはケデムた。そして言った、アリーナあなた私のあなたがいることを除いて、心壊れた光線、私はレイ、あなたがしているしていることができない愛の私の唯一の思い出、私はいつも私の思い出の光線を求めています。そして、私はクレイジー追放する、と述べたI-Eを私たちは、あなたがどのような、兄弟だったであり、どのようなあなたのsonamanikaの弟がする。彼女は私に言ったが、私はいつも。見に行く、私は非常にあなたに関与していたあなたキャッチ。満たすために不本意目であなたを参照してください。そして、私は私がいることを丁寧に答えで私の頬いたずらな笑顔押すことを。その日、彼女は消えていた、私は偉大なkedemchilenaが保持彼の愛と左の思い出を。彼は彼の中にいることを言っ会談常に思い出をかき立てますそして、の良好な目的は。結婚式の後、私はいつも私の妹のに来て、と彼女は添付して去っていきました目私を見て泣いていた。satyii今日私のクソ奇妙なことなく、私はそれを行う方法、私は知らない。hajarabaraほぼ毎日言って、母、姉来ますとき?母は言った、そして非常に多くの研究jbaliyechisaあなたの妹は今のために泣いてやって?私はあなたの他に何を教えてあげましょうか!答えは私にはわかりません。しかし、私は大声で言いたい、「彼女はあなたに光線愛し、あなたがいることを意味するので、多くの痛みを持っているでしょうが、しかし、あなたの小さなbhaitakeは、信じるあなたは非常に愛していると、レイ。私は、あなたにあなたを欠場、私はゼロを持っているあなたなしで" apuekabaraを見ていますあなたのいたずらbhaitaはレイの前に好きではありません。すべてのためのあなたの愛の瞬間必死。叫びの言葉が作られました。しかし、このことを理解し、私は「女性は一つではない他の家に行く日は、「その後、私はどこkannagulo 協議が失われました。それ以来、だけではなく、ただ神のケデムに祈って、私のbonata会談は良いです。家庭生活について語る彼の前に。妹と私はへの注意のメモリを委託それ。完了
























































































































































翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: