আয়না
অপ্সর বায়েন
*************
ঃ কে তুমি ?
ঃ আমিতো তুমি
ঃকি আবল তাবল বকছো ? তুমি আমি মানে? আমি কোনো ভুল করিনি
ঃ আমিতো করেছি
ঃ তুমি ভুল করেছ?
ঃ হ্যা
ঃ কি ভুল করেছ তুমি?
ঃ করেছিতো অনেক ভুল
ঃ শুনি ?
ঃ শেষ করতে রাত শেষ হয়ে যাবে
ঃ মাশুল দিচ্ছ ভুলের ?
ঃ দিচ্ছি তো
ঃ তো কিছু ভেবেছ? কি করবে?
ঃ ভুল করবো
ঃ মানে? আবার ভুল করবে কেন ?
ঃ শুধরে নেবার জন্য
ঃ শুধরাতে ভুল কেন করতে হবে কেন ?
ঃ কারন আমি মানুষ
ঃ মানুষের কি ভুল করতেই হয় নাকি?
ঃ হ্যা। তাইতো সে মানুষ
ঃ কিন্তু এ সমাজে যে ভুলের গ্রহণযোগ্যতা নেই
ঃ সেটাতো সমাজের ভুল
ঃ অদ্ভুত ! এত খারাপ কেন তুমি?
ঃ খারাপ না হলে ভালোর মর্ম বুঝবো কেমনে?
ঃঅসহ্য ! তোমার কথা বুঝার সাধ্য নেই আমার
ঃ আমারও নেই
ঃ তো বলছো কেন?
ঃ ভুল করে