কৃষ্ণ কুণ্ডলী হাসছে দেখো শিকার করে আমায়
আলোক পুঞ্জরা করছে শোক বিষাদের মৌনতায়।
জয়ের নেশায় উল্লাসরত জগতের আমোঘ বাণী,
রিপুরা সব করছে হুংকার দেখিয়া আমার গ্লানি।
প্রহর শেষেও ফুল ফুটেনি কালের বিজয় দেখে
পাহাড়গুলো মুখ লুকিয়েছে মেঘের চাদর মেখে
পাখীরা কেমন করছে মাতম ছেড়ে হর্ষ ধ্বনি
নদীরা ও সব বহতাহীণ আজ থামিয়ে কলধ্বনি।
কালের যাত্রায় ফেরারি আমি সাজা হবে চিরকাল,
মহাকাল হয়ে তবু কি তুমি রইবে সাক্ষীগোপাল?
১০.০৩.২০১৪