জানি না নিষেধ তার
কতটুকু মানবার
ঠোঁটের সীমানা কিবা
মরাল প্রান্ত
জানিনা কোথায় আছে
দুরে কিবা খুব কাছে
ঝড়ের সংকেত দিয়ে
পৃথিবী শান্ত
কোথায় ডুবাবো চোখ
আঁচড় ফেলবে নোখ
কোথায় লবনহ্রদ
কতটা গভীরে
মেঘবতি চলে যায়
অজানার ঠিকানায়
স্বপ্নে ডুবিয়ে রেখে
মগ্ন কবিরে.................