____দেশপ্রেম কোনটা?_____ 1. আফ্রিদির
ক্যাচ মিস হওয়ার পর যখন ঐ চারজন
তরুণী লাফায়
কেঁদে ফেললো সেটা দেশপ্রেম।
2.আফ্রিদির স্ট্যাম্পে বল লেগেও বেল
না পড়ায় সাকিব যখন
মাটিতে মাথা ঠুকছিল,
সেটা দেশপ্রেম। 3.ক্যাচ মিসের পর
মুশফিকের চোখের পানিটাই
দেশপ্রেম। 4.৪৯ তম
ওভারে এসে বাউণ্ডারি খেয়ে সাকিব
যখন মুখে কৃত্রিম হাসি এনে চোখ
পানি লুকাচ্ছিল, সেটা দেশপ্রেম। 5.আর
এসব দেখে আমরা যখন কেঁদে ফেলি,
সেটা দেশপ্রেম। আর কত কাঁদবো?
একদিন তো হাসবোই।
ফিরে আমরা আসবোই। জয় আমাদের
হবেই।। ইনশাআল্লাহ্।