হিজিবিজি ভাবনায় আমার আমি-৪৩
চা - এ আমার আসক্তি নেই, তবে হাল্কা আসত্তি আছে বোধহয়!! তাও কখন কখন যে, দুধ চা থেকে রঙ চা এ ডিমোশন নিছিলাম, ঠিক খেয়াল নেই; এখন রঙ চায়ের উপরও নিষেধাজ্ঞা জারি হলো কিনা!!! এক্কেবারে পিচ্ছিটা থাকার সময় থেকেই বড় বড় পাত্তর ভাঙার শ্রমিক হবো, এমনটাই তো ভেবেছি, রঙ চায়ের কাপ ভাঙতে না পারার এমন কীইবা হলো??? চায়েওয়ালে, আপকা মর্জি....মেরে ইবাদত্ smile emoticon !!
আমার হজমে সমস্যা- উপেক্ষা, অযাচিত অনুরোধ, অচেনা মোড়কে চেনা উপদেশ আমি কখনোই হজম করতে পারি না!! কখনো কখনো স্নেহ জিনিসটাকেও আমার কাছে পীড়াদায়ক ঠেকে!!
নিজেরে হারায়ে খুঁজি, তাই সাম্প্রতিককালের স্ট্যাটাসে পাহাড়, রাষ্ট্র, সমাজ ভাবনার যথেষ্ট অনুপস্থিতি থাকবে, এমন নয় যে তা ভাবাচ্ছে না, কাঁদাচ্ছে না..!!
পুনশ্চ: সাহিত্যের প্রতি লোভ আমার জন্মগত, সে প্রলেটারিয়েত-র তুমুল লড়াইয়ের খোরাক হোক কিংবা সাম্রাজ্যের নষ্ট অভিসার। আপাত: বিবেচনা তাই কেবলই "শিল্পের জন্যই শিল্প' -এ আস্থা রাখে!!