মানুষের জীবনে দুঃখবোধের ও কতো বিচিত্রতা । কতো রকমের দুঃখবোধ নিয়ে মানুষ হাজার ও মানুষের মাঝে নিজের অস্তিত্ব খুঁজে ফিরে ।দিন শেষে দিন আসে জীবন ফুরিয়ে যায় । শত শত মুখ হয়ে যায় পুরনো । কিছু মুখ একান্ত হয়ে আপন থাকে মনের অজানা এক কোণে । প্রকৃতি ও শূন্যস্থান পুরন করে অদ্ভুত অদৃশ্য কোন নিয়মে ।কোন অচেনা মুখ মানবিকতার ছোঁয়ায় জীবনের গান শোনায় আর কোন মুখ অর্থহীন সময় ব্যয় করে । কখন ও বিষাক্ত করে তুলে বেঁচে থাকার স্বপ্ন গুলো । দুশ্চিন্তা গুলো অবচেতনে হেঁসে উঠে .........।
হোক্কাইডো আইল্যান্ড এর অনেক অনেক সুন্দর জায়গা আছে । অনেক গুলো প্রিয় জায়গা আছে । সেই প্রিয় জায়গা গুলোর মধ্যে মাটির নিচের শহর অরোরা টাউন । যেখানে একা একা ঘুরলে জীবন চিন্তার অনেক গভীরে যাওয়া যায় । এই সাপ্পরো শহর ছেড়ে যাওয়ার সময় এই অরোরা টাউন আমাকে অনেক মনে করবে । হয়তো আমিও মনে করব । এই অরোরা টাউন আর কিছু প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়ে উঠছে আমার চতুর্থ উপন্যাস । যদিও স্থান কাল ঠিক কিন্তু পাত্র পাত্রী গুলো সব কাল্পনিক । কারন কল্পনা ছাড়া স্বপ্ন ছোঁয়া যায় না । বাস্তবতা ও অর্থহীন । আমার এক কুঁড়িয়ে পাওয়া জাপানি বন্ধুকে নিয়ে সেদিন ঘুরে এলাম ।সারা জীবন এই প্রযুক্তি ঘেরা দেশে অদ্ভুত আবেগ নিয়ে মনে থাকবে আমার প্রিয় অরোরা টাউন ।