পি এইচ ডি এর জন্য দরখাস্তের আহবানঃ
জাপানের Iwate University তে United Graduate School এ পিএইচ ডি এর জন্য উপযুক্ত ছাত্রছাত্রী দের দরখাস্তের আহবান করা হচ্ছে।
যোগ্যতাঃ
১। বায়োকেমস্ট্রি এবং মলিকুলার বায়োলজি/ বায়োটেকনোলজি/ জেনেটিক ইঞ্জিনিয়ারিং/ বোটানি/ কৃষি/ যেকোন বায়োলজিক্যাল বিষয়ে অনার্স এবং এম এস ডিগ্রি থাকতে হবে।
২। ভাল রেজাল্ট থাকতে হবে।
৩। সায়েন্টিফিক পেপার থাকতে হবে।
৪। IELTS/TOEFL স্কোর ৬.৫ থাকতে হবে।
সুবিধাঃ
চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রাম হবে জাপানের ইয়াতে বিশ্ববিদ্যালয় এবং কানাডার সাস্কেচুয়ান বিশ্ববিদ্যালয় এ। দুই বছর Iwate University এ এবং বাকী দুই বছর কানাডার Saskatchewan University তে গবেষণা করতে হবে। কানাডা থাকা কালীন প্রতি মাসে ২২০০ এর উপরে কানাডিয়ান ডলার দেওয়া হবে। সেই সাথে কানাডার ইমিগ্রেশন পাবে।
জাপানে থাকা কালীন সময় প্রতি মাসে ৪০ হাজার জাপানিজ ইয়েন এবং জাপানের কিছু প্রাইভেট স্কলারশিপ এর সুযোগ রয়েছে।
দরখাস্তের সময় ও অন্যান্য বিস্তারিত ভাবে নিচের লিঙ্কেঃ