হিজিবিজি ভাবনায় আমার আমি-৪৪
এই মাঝরাত্রে নান্টু দা-র কথা কেন মনে পড়লো??? খুব কোরে একটা টান দিয়ে কোথাকার কোন দার্শনিকের মতোন এতক্ষণে বলে উঠতেন,-
দূর ছাই..সবই মিলায় হাওয়ায়!!!
বেশ কিছুদিন পর হিজিবিজি...!!একটা স্থিতি হলেই সবকিছু কেমন জানি হুট করেই ইউটার্ন নেয়...বাজারদরের সাথে তাল মিলাতে পারি না...মরিচের দর কিংবা ভ্যাট ওসবে আমার আগ্রহ নেই, তা নয়...তাও আমি হিজিবিজি নিয়েই থাকতে ভালোবাসি..আমার আমি-র সাক্ষাৎ যে কেবল হিজিবিজিতে!!!
গোছানো প্রতিচ্ছবিকে Puzzled করতে পারাটাও বুঝি আর্ট?? পথের নিশানা কেবল একরৈখিক রাখবো ভেবে খেয়ালবশেই হয়তো অনেক অনেক অপশন আপনা থেকেই বাদ দিতে চেয়েছি...অথচ দ্বিগুণ অপশন সামনে চলে আসবে ঘুণাক্ষরেও ভাবি নি!! এতেই দশা পাকল কী??? ভাঙা আয়নায় অনেকগুলো প্রতিবিম্বইতো তৈরী হতে পারে...তাতেই কী জীবন অনেকগুলো টুকরো হয়ে যায়??
পুণশ্চ: সব চেনা কন্ঠই কী অচেনা হয়ে যায়?? অথবা সব ভক্তকূল পুরনো শ্রোতা???