যদি চাইলেই পাওয়া যায়
চাইতাম রোজ ভোরে
জাগ্রত হতে তোমার কন্ঠ শুনে,
উষ্ণ নিশ্বাসের আদলে
ঠোট রাখতে তোমার ঠোটে।
যদি চাইলেই পাওয়া যায়
চাইতাম তোমায়
আমার বাম পাশে,
অনন্তকাল থাকতে বসে
আমার হয়ে।
যদি চাইলেই পাওয়া যায়
চাইতাম আমার মরণ
যেন হয় তোমার আগে,
তোমার শুন্যতা যেন
কখনো স্পর্শ না করে আমায়।
যদি চাইলেই পাওয়া যায়………
いいね!