এই পৃথিবীতে আপনার জায়গা কোনটি ?
যেখানে আপনি সুখী , পরিপূর্ণ , সেটাই আপনার জায়গা
সুখ কি ?
সুখ হলো প্রিয়জনের সান্নিধ্যে সকল পাওয়া না পাওয়ায় বিশ্বাসের সাথে বেঁচে থাকা l
দারিদ্র কিংবা প্রাচুর্যের সাথে সুখের সম্পর্ক নাই l
আছে ভালবাসার সাথে l
পৃথিবীর অধিকাংশ মানুষ সুখের জায়গাটি খুঁজে পেলেও সেখানে থাকতে পারে না l
অসুখী হয়ে অনন্ত যাত্রা না করে , সুখী হবার জন্য ঝুঁকি নেয়া শ্রেয়.l