জাপানের প্রতিক্রিয়া [জুলাই ৪, সোমবার] আজ সকালে জাইকা তে একটা মিটিং ছি翻訳 - জাপানের প্রতিক্রিয়া [জুলাই ৪, সোমবার] আজ সকালে জাইকা তে একটা মিটিং ছি日本語言う方法

জাপানের প্রতিক্রিয়া [জুলাই ৪, সোমব

জাপানের প্রতিক্রিয়া
[জুলাই ৪, সোমবার] আজ সকালে জাইকা তে একটা মিটিং ছিল। শুক্রবার ঘটনা ঘটার পর আজই ছিল প্রথম অফিস। অনেক জাপানিজ যারা বাংলাদেশে প্রজেক্ট করছেন বা এখন থেকে প্রজেক্ট করার জন্য পরিকল্পনা করছেন, এমন অনেক পুর্বপরিচিত, অপরিচিত লোকদের সঙ্গে দেখা হলো। কথা হলো।
কি কথা বলবো, পুরো জাপানি কায়দায় ক্ষমা চাইলাম।
তুমি ক্ষমা চাচ্ছ কেন?
আমার দেশে ঘটেছে যে তাই। আমার দেশীরা ঘটিয়েছে, তাই।
আমরা বাংলাদেশ ভালো করেই চিনি। ভুল সময়ে, ভুল জায়গায় ভুল লোক গুলো ছিল।
আমাকে খুশি করবার জন্যই বলুক, এই সব কথা শুনলে মন ভালো হয়ে যায়। পাপী পাপী ভাব হয়ে থাকা অসুস্থ মনটা সুস্থ হয়ে যায়।
গত ২৯ তারিখ জাইকা ODA লোন হিসাবে ৬ টি প্রজেক্টের জন্য দেড় বিলিয়ন ডলারের একটা এগ্রিমেন্ট করেছে। বাংলাদেশের সাথে। ODA এর লোন হিসাবে এটাই ইতিহাসের সবচেয়ে বড় লোন।
এই এগ্রিমেন্ট এ সাইন করা কলমের ভেজা কালি না শুকাতেই এই ঘটনা ঘটল।
৭ জন মানুষ মারা যাওয়া জাপানের জন্য অনেক কষ্টের। একটা রিঅ্যাকশন আসবে এটাই স্বাভাবিক। জাপানি বন্ধুদের কমেনট গুলো দিচ্ছি।
(১) আমার প্রাক্তন ছাত্রী লিখেছে - সে বাংলাদেশ পছন্দ করে। করবে। মিডিয়া হয়তো ব্যাপারটিকে অন্যরূপ দেয়ার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশ আমাদের অন্তরে আছে, জাপানিজরা যেমন শকড, আমাদের বুঝতে হবে বাংলাদেশিরা আরো বেশি শকড।
(২) পলিটিক্যালি একটা প্রভাব পড়বে। কিন্তু জাইকা যদি লোন কমিয়ে দেয়, তাহলে ভুল করবে। কারণ এতে যার খুশি হবার কথা সেই খুশি হবে। সে হাততালি দেবে।
0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
日本の対応
[7月4日、月曜日] JICAの朝の会議がありました。金曜日の事件の後、今日最初のオフィスでした。計画に今からプロジェクトやプロジェクトを行っている多くの日本人は、多くのpurbaparicitaは、見知らぬ人に会いました。シング。
何の話、日本のスタイルと。謝罪しようとした
なぜあなたは?許してください
、私の国で起こったように。私desiraは持っている、というように。
私たちはよく、バングラデシュを知っています。間違った時に、間違った男で間違った場所だった。
私は言って満足している、これは良い心聞くです。罪人は、健康な心臓であることの罪人感が病気である。
最後の9で6 JICA円借款の日15億ドルのプロジェクトは、契約を締結しているよう。バングラデシュと。これは、円借款の歴史の中で最大の融資である。
本契約は、この上で乾燥させ濡れたペンのインクで署名されている
事件。7人が、日本のために懸命に死亡しました。それが普通の反応でしょう。日本人の友達がkamenataを与えている。
(1)私の元学生が書いた-彼は、バングラデシュが好きです。ウィル。メディアは、問題の化身であるとしようとします。しかし、私たちの心は、バングラデシュは、例えばjapanijara sakadaのために、我々はより多くのsakadaバングラデシュ人を理解する必要があります。
(II)の衝撃palitikyaliを。JICAの融資が減少した場合しかし、それは間違っています。これは彼が幸せになるために幸せであると考えられます。彼は自分の手をたたくなければなりません。
翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: