এক কুকুর মুখে এক টুকরা মাংস নিয়ে নদী পার হচ্ছিলো। হটাৎ সে পানিতে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেলো। সে বুঝতেই পারল না এটা তার নিজের ছায়া। সে ভাবলো অন্য কোন কুকুর তার চেয়েও বড় মাংসের টুকরা নিয়ে যাচ্ছে। তার লোভ হলো। যেই না সে মাংসের টুকরা কেড়ে নেয়ার জন্য ঘেউ ঘেউ করে উঠলো, ওমনি মুখ থেকে মাংস টুপ করে পানিতে ডুবে গেলো।