চুমু দেই মেঘবতি জলের ধারায়,
লাজুক লাজুক চোখে দেয়াল তাকায়।
চেয়েছি অল্প আমি,
মুহুর্ত কিছু দামী।
তোর খোলা কাঁধ পরে
দিয়ে সব ভার,
অপলক এজীবন করে দেব পার।
জোছনা ধরলে বল
ধরা যায় চাঁদ?
তেমনি পারিনা ছুতে,
পাবোনা এ পৃথিবীতে
অমৃত স্বাদ।
তবু ডানা ঝাপটায়
পাখীদের দল,
নাহয় এখানে নয়,
অন্য জীবনে তুই,
সামনে দাড়াবি শুধু
একবার বল