প্রটোকলের তৃতীয় অংশে লাঠিটিলা ও ডোমাবাড়ি শিরোনামে রেডক্লিফের আঁকা সীমানা রেখা ১৩৯৭ নং পিলার থেকে সোজা দক্ষিণে ডোমাবাড়ি, লাঠিটিলা ও বড় পুটনিগাঁও মৌজার লোহার সেতু পর্যন্ত এবং এরপর তা দক্ষিণ দিকে পুটনিছড়া বরাবর সিলেট-ত্রিপুরা সীমান্ত পর্যন্ত (১৮০০ নং পিলার) টানার কথা বলা হয়েছে। এছাড়া ত্রিপুরা সেক্টর শিরোনামে ত্রিপুরা-মৌলভীবাজার সেক্টরের চন্দননগর-চম্পারাই চা বাগান প্রসঙ্গে বলা হয়েছে, এ এলাকার সীমানারেখা বিদ্যমান ১৯০৪ নম্বর সীমান্ত পিলার থেকে সোনারিছড়া নদী বরাবর ১৯০৫ নং পিলারে গিয়ে মিশবে। - See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/21743#sthash.vtuO326e.dpuf