এটা মর্মান্তিক ও অমানবিক হত্যাকাণ্ড। আমি জানি না কেন তারা তাদেরকে হত্যা করেছে, তবে ‘নিহনজিন (জাপানিজ) হিসেবে গর্বের সঙ্গে বলতে পারি, অন্যের হাতে খুন হব- এমন মানুষ আমরা নই।”
কিয়োবাশি এলাকার হারুরু মিয়ামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা আপনাদের উন্নয়ন করতে গেল, তাদেরকেই হত্যা করলেন? অদ্ভুত চিন্তা শক্তি আপনাদের।