আবর্তনের শিকল
অর্বাচীন আর্তনাদের সুর বাজিয়ে
আকাঙ্খারা দল বেঁধেছে শপথ নিয়ে,
আবর্তনের শিকল বেঁধে আপন হাতে
এই শহরে রাখবে ধরে বেষ্টনীতে।
অদেখা এক সুখের খোঁজে ঘুরেফিরে
অনুভুতির সুতোগুলো ভোঁতা করে
শিকড় থেকে মায়ার বাঁধন ছিন্ন করে
স্বজন সুজন সবার থেকে দুরে সরে,
পাহাড় নদী ঝরনা ধারা পিছন ফেলে
জোনাক ঝিঝি পাখি তরু দূরে ঠেলে
রাঙা ভোরের আলো হতে অনেক দুরে
নিশির শিশির সাঁঝের আলো বন্ধী করে
জাদু ভরা এই শহরের মোড়ে মোড়ে
করবে ফেরি আমায় নিয়ে রাত দুপুরে।
৩০.০৩.২০১৪