পিনাকি, নিজের সব উপ্লব্দধি সব সময় সবার কাছে প্রকাশ করতে নেই। মানুষ মুলত একা ও আশহায়। মানুষ সাহায্য সহানুভুতি চায়, নিজের কাজে অনুতপ্ত হয়। আনতপ্ত হয়ে আত্ম ত্রিপ্তি পায়। মনের ভেতরে আল্লাহ, ঈশ্বর, ভগবান, কামিসামা্্্, লালন করে বিশ্বাস করে। সে বিশ্বাসে আঘাত করার অধিকার কারুর নেই। কিছু কিছু মানুষ রূপি অমানুষ অন্যায় করছে। তার দায় সবার ওপর বরতাবে কেন ?