“বিশ্ব শান্তির বার্তাবাহক মহানবীর (সঃ) পদাংক অনুসরণেই রয়েছে অধঃপতিত মুসলিম জাতীর মুক্তি।আর বিজ্ঞানময় কুরআন ও আল হাদীস ই হল জ্ঞান-বিজ্ঞানের মুলাধার”।
২২মার্চ,রোববার,বিকাল ৪টায় টোকিওর ওৎসকা মসজিদে ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান আয়োজিত ব্যতিক্রমী এক সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে ঢাকা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসী অনুষদের সাবেক ডীন,খ্যাতিমান শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার প্রফেসর ডঃ চৌধুরী মাহমুদ হাছান কথা গুলো বলেন।