জুড়ী উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে লাঠিটিলা-ডোমাবাড়ি এলাকা। এখানে দীর্ঘদিন ধরে ৭০টি পরিবার বসবাস করছে। লাঠিটিলা-ডোমাবাড়ি গ্রামের শেষ প্রান্তে পতœীছড়া নামের ছোট একটি খাল দুই দেশের সীমানা আলাদা করে দিয়েছে। খালের ওপর রয়েছে বেশ পুরনো একটি লোহার সেতু। সরেজমিন পরিদর্শনে গেলে গ্রামটির প্রবেশমুখে কাঁচা রাস্তার একপাশের মুদি দোকানে তিন-চারজন স্থানীয় লোককে গল্প করতে দেখা যায়। স্থলসীমান্ত বিল পাসের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ষাটোর্ধ্ব সিরাজুল ইসলাম জানান, ভূমিটি হারালে এ এলাকার বাসিন্দারা একেবারে নিঃস্ব হয়ে যাবে। কোথায় থাকবে, কোথায় আশ্রয় নিবে সেটাই এখন চিন্তার বিষয়। - See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/21743#sthash.vtuO326e.dpuf