জাপানে একজন শিক্ষা নবীশ চিকিৎসকের বেতন তিন লাখ ইয়েন , বিশ্ব বিদ্যালয় থেকে পাশ করা graduate দের বেতন শুরু হয় এক লাখ আশি হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার ইয়েন এর মধ্যে । শিক্ষা নবীশ (intern) চিকিৎসক রা হাসপাতাল এর বাইরে কাজ করতে পারেন না । কিন্তু দুই বছরের internship শেষ হলে বেতন বাড়তে থাকে এবং তিন চার বছরের মধ্যে হয় পাঁচ লাখ ইয়েন । সেই সাথে সপ্তাহে একদিন বাইরে কাজ করার সুযোগ । জাপানে private practice এর system নেই । ডাক্তার রা তাদের এই বেতন অপ্রতুল মনে করায় ( যদিও তাদের এই বেতন অন্যান্য ভাল চাকরির চেয়ে অনেক বেশি) হাসপাতাল গুলো তাদেরকে সপ্তাহে একদিন বাইরে কাজ করার বৈধ অনুমতি দিয়েছে (অবশ্যই তা ছুটির দিন বাদ দিয়ে) । সুতরাং ওদের সপ্তাহে চাকরি চারদিন , একদিন বাইরে কাজ করে পাওয়া যায় আরও তিন থেকে পাঁচ লাখ ইয়েন (clinic e একজন assistant professor night duty করে পান ৪০,০০০ ইয়েন), শনি আর রবি বার emergency duty না থাকলে ছুটি । office hour এর পর (বিকাল পাঁচ টা) কোন নতুন OT শুরু হলে জুনিয়র resident রা পায় ১০,০০০ yen , আর post graduate ডাক্তার রা পায় পদ মর্যাদা অনুযায়ী এক লাখ ইয়েন বা তারও বেশি ।
বাংলাদেশের চিকিৎসক দের বেতন এখানে উল্লেখ করে সবাইকে লজ্জায় ফেলতে চাই না , কিন্তু তুলনামুলক বিচার ত করাই যায় । কিছু ব্যাতিক্রম ছাড়া বাংলাদেশে নবীন চিকিৎসক দের স্বল্প বেতন ছাড়া অতিরিক্ত উপার্জন এর সুযোগ প্রায় নেই বললেই চলে । ৩৫ থেকে ৪০ বছর বয়সে বাংলাদেশের ডাক্তার রা যখন private practice করতে নামেন, স্ত্রী সন্তান বন্ধু বান্ধব এর সঙ্গ ত্যাগ করে , শরত , হেমন্ত , শীত , বসন্তর বিকাল গুলো private chamber এর বদ্ধ পরিসরে কাটিয়ে , মাসান্তে কিছুটা সম্মানজনক উপার্জনের চেষ্টায় প্রাণপাত করেন , তখন সেই অপরাধে তার খেতাব জোটে " রক্তচোষা" । কেউ কেউ আবার ছুটির একটা মাত্র দিন বাসায় না কাটিয়ে চলে যান দূরবর্তী শহরে আরও কিছু উপার্জনের আশায় । কেউ ফেরেন ক্লান্ত হয়ে , কেউ লাশ হয়ে (weekend private practice করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চিকিৎসকের সংখ্যা নেহায়েত কম নয়) । জাপানে চিকিৎসার মান বাংলাদেশ থেকে উন্নত হতে পারে , কিন্তু মেধা আর যোগ্যতা বাংলাদেশের শুধু ডাক্তার নয় , প্রকৌশলী , শিক্ষক , কৃষিবিদ ইত্যাদি বুদ্ধি বৃত্তিক পেশাজীবী শ্রেণীর কারও কম নয় বলেই আমার বিশ্বাস ।
আর এই সব পেশার মানুষের উপার্জনের গল্পও খুজলে দেখা যাবে সেই একই চিত্র । মেধাবি দের হাতেই থাকে একটি দেশের উন্নতির চাবিকাঠি । সেই মেধাবি দের কে পশ্চাৎপদ রেখে, আর্থিক টানাপড়েনে রেখে একটি দেশের উন্নতির পথ কতটা সুগম সেই প্রশ্নের কোন উত্তর আছে কি ?