মানুষ মাত্রই আবেগ, কিন্তু সবার আবেগ যেমন একই রকম না তেমনি সবাই আপনার আবেগের মূল্য দিবে তাও না, প্রতিটি মানুষ তার নিজের খেয়ালে চিন্তা করে, যেটা আপনি যা চাচ্ছেন বা ভাবছেন তা আপনার চিন্তায় সঠিক হতে পারে কিন্তু আপনার খেয়াল বা চাহিদার পিছনে যদি কোন ব্যক্তি থাকে তাহলে অব্যশই সে ব্যক্তিরও একটা নিজস্ব খেয়াল আছে, আলচনা ক্রুন তারপরেও যদি সে জায়গায় কোন দ্বিমত বা আলাদা ধরণ থাকে তাহলে সে আশা না করায় উত্তম, এক তরফা চিন্তা বা চাহিদার মস্তিসকে অনেক খামখেয়ালি থাকি, আর সেই খামখেয়ালির মস্তিষ্কে (সন্ত্রাস) গুন পোকার বাসস্থান তইরী হয়,আর সেই গুন পোকার উপদ্রবেই সৃষ্টি হয়, মবাশ্বের, রহান, নিরবাস, খায়রুল এদের মত ভয়ংকর মৃত্যু।