যারা বিদেশে আছেন-
প্লীজ,
কারোর পক্ষে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক পোস্ট দেয়া বন্ধ করুন !
নিজেদের লেখা কবিতা-গল্প, পোস্ট করা আপাতত বন্ধ করুন !
নিজেদের আরাম-আয়েশের ছবি পোস্ট করা আপাতত বন্ধ করুন !
জন্মদিন, বিবাহ বার্ষিকী বা বিনোদনমূলক পোস্ট আপাতত বন্ধ রাখুন !
দেশ চলে যাচ্ছে অতল গহবরে, হয়ে যাচ্ছে আরেকটি আফগানিস্তান, দুই দলের কেউই ছার দিতে চাচ্ছে না, তাদের শুধু ক্ষমতা দরকার ! খালেদা জিয়া তো বলেছেনই- সন্তানের চেয়ে দেশ বড় ! দেশের সব সন্তান যাক, তার ক্ষমতা থাক ! ভবিষ্যতে আফগানিস্তান হওয়া থেকে রেহাই পেতে যেকোনো আগ্রাসী দল যেন আমাদের এই সুন্দর দেশটাকে গ্রাস করতে না পারে, তার জন্য সবাই মিলে সোচ্চার হই !
যে রাজনৈতিক দল সন্তানদের পরীক্ষা বন্ধ করে অবরোধ হরতাল দিয়ে দেশটাকে অচল বানিয়ে আবার ক্ষমতায় আসতে চায়, এটা তো কোনোমতেই কাংখিত নয় ! যে দলের সাথে আরেকটি সন্ত্রাসী দল নিজেদের স্বার্থে যুক্ত হয়ে মানুষ ও সম্পদ জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে তো আর সমর্থন দেয়া যায় না ! অন্যদিকে, সরকারী দল মনে করে এটা তাদের বাপের তালুক, যা তাদেরকেই ধরে রাখতে হবে ! সব মিলে দুই দলের বা তাদের চামচাদেরই লাভ হচ্ছে ! জাতী ডুবে যাচ্ছে অতলে !!
আমরা যারা বিদেশে নিজেদের রক্ত পানি করা টাকা দিয়ে নিজ দেশে বিনিয়োগ করে হাত পা গুটিয়ে বসে আছি আমাদের আর সহ্য হচ্ছে না ! আমরা চাই শান্তি, সুস্থির অবস্থা ! আমরা আমাদের নিজ দেশে ফিরে যেতে চাই দেশকে ভালো বেশে নিজের ও দেশের উন্নয়নের জন্য ! আমরা কাপুরুশ/পরগাছা হয়ে আর বিদেশে পড়ে থাকতে চাই না ! তাই, আসুন, প্রবাসী ভাই বোনেরা, সবাই মিলে আপাতত বিনোদনমূলক পোস্ট বন্ধ রেখে দেশের জন্য একটু সোচ্চার হই ! কোন দলের পক্ষেই আমরা সাফাই না গেয়ে কিভাবে এসব ধ্বংস থেকে দেশটাকে বাঁচানো যায় তার জন্য একতাবদ্ধ হই । কারণ, দেশের যতটুকুই উন্নয়ন হয়েছে বা হচ্ছে তা বেশির ভাগ আমাদের কারনেই ! আমরাই সবচেয়ে বড় শক্তি দেশটির উন্নয়নের ক্ষেত্রে ! হাসিনা-খালেদার কোনই অবদান নেই !