তারিখ : ০৭ এপ্রিল ২০১৫বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু’র বিবৃতি翻訳 - তারিখ : ০৭ এপ্রিল ২০১৫বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু’র বিবৃতি日本語言う方法

তারিখ : ০৭ এপ্রিল ২০১৫বিএনপি’র যুগ্

তারিখ : ০৭ এপ্রিল ২০১৫
বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু’র বিবৃতি

আজ এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেন-দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুললেও সেখানে আসা-যাওয়ার ক্ষেত্রে নেতা-কর্মীদের মধ্যে একধরণের আতঙ্ক বিরাজ করছে। কেননা তিন দিন আগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুললেও গত তিন দিনে প্রায় ১৩ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পল্টন থানায় যোগাযোগ করা হলে পুলিশ গ্রেফতারের বিষয়ে কিছু জানে না মর্মে বলা হলেও রাজধানীর বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের সন্ধান মিলছে। কার্যালয়টি খুলে দেয়ার পর সরকারের নিকট বিএনপি আশা করে নেতা-কর্মীদেরকে গ্রেফতারসহ হয়রানী বন্ধ এবং বিএনপি’র সদর দপ্তরকে নির্বিঘেœ দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠ ও স্বাভাবিক গতিতে চালানোর ক্ষেত্রে নিরাপদ ও বিপদমুক্ত রাখবে। বিএনপি এও আশা করে সরকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।
বরকত উল্লাহ বুলু বলেন-সরকার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় অবাধ সুযোগ নিশ্চিত করত: আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারী আতঙ্ক থেকে মুক্ত রাখতে সচেষ্ট হবে। এছাড়া সম্প্রতি গ্রেফতারকৃত নেতা-কর্মীকে মুক্তি দিয়ে রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অস্থিতিশীল পরিবেশকে শান্ত করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে।

বার্তা প্রেরক

(মোঃ আব্দুল লতিফ জনি)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
日付:4月7日015
BNPの共同事務局長Barkat Ullahのbulura文は、今日は、ジグソーパズルにBNP中央オフィスのリーダーを開くようになってきnayapaltanastha長い3ヶ月のため閉鎖された後、党書記Barkat Ullahまたの名ことを声明で述べているパニックが優先されます。過去3日間のオープン、党の中央オフィスの指導者や活動家の前に3日以上13人を逮捕してきた。接触したときに、小隊警察は警察が逮捕について何も知らなかったことを言ったが、資本の外観は、警察は試合を逮捕した。政府は公式のパフォーマンス本社オフィスは有効かつ安全に支障œ嫌がらせgrephatarasahaを停止するためにBNPとBNP指導者や活動家の事務所を開設したいと考えている、と危険性が通常の速度で実行されます。BNPはまた、政府が積極的に対応することを期待している。Barkat Ullah buluが野党指導者による今後の市の選挙運動-キャンペーンは十分な機会を確保するために言った:追求される法執行機関による逮捕の恐怖から自由にそれを維持する。支配的な政治的不安の逮捕指導者や活動家の最近のリリースでは、適切なステップは、雰囲気を静めるために撮影されます。メッセージの送信者(アブドゥル·ラティフジョニー)オフィス秘書バングラデシュ民族主義党-BNPのを。








翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: