আমার তাকে পড়ে মনে ,
পাঁজর ভাঙ্গা আলিঙ্গনে ,
যেখানে তার চুল ছুয়েছে
কাঁধের কাছে ,
একটু ঘাম আর সুগন্ধিতে
পাগল করা খুন সুবাসে ,
যখন সে হায় একটু হাসে,
ভালবাসে !
আমার তাকে পড়ে মনে ,
খুব গোপনে ,
দেয়াল জানে ,
গল্প যে তার খুব অল্প ,
আমার সাথে বন্ধুতা আর সঙ্গে থাকা ,
তার আর আমার লুকিয়ে থাকার শহর ঢাকা ,
বৃষ্টি জানে এক বিকেলে লাল টুকটুক রঙিন জামার রং বদলের রঙিন স্মৃতি,
আমি জানি আমার কেবল একলা থাকার ভীষণ ভীতি ,
পাল্টে দিয়ে নিয়ম রীতি ,
সে আর আমি লিখতে থাকি যৌথ কাব্য ,
আমি শুধু তাকেই ভাবি এবং ভাবব !!