_______ যৌবনের গুপ্ত ঘাতক _______
শরৎ এর সুনীল রূপের
আলো ছায়ার লুকোচুরির
অবসান হলো কোন পথে।
খন্ড খন্ড স্বপ্নগুলো
ভেসে গেল কোন পথে।
কালো বিছানায় নেই কোন
ডানা মেলার ছন্দ।
দুলছে না মনের দোলনা
সাদা-কালো আল্পনায়।
সাদা সাদা তুলিগুলো
আজ কেন এলোমেলো।
অজস্র তারা মেলার আকাশে
চেয়ে থাকা এ চোখ দুটি
গুপ্ত হয়েছে আজ
স্বপ্নকল্পের যৌবনবতীর অঙ্গে।
ঋতুর রাণী সে যে তুমি।
শিউলি ফুলের সুবাস থেমেছে
নাসারন্ধ্রের কোন অঙ্গে।
শিশির ভেজা মাঠ পেরিয়ে
যাব চলে স্বপ্নের দেশে।
আসব ফিরে
তোমার জরায়ুর টানে ।