স্লোগানে স্লোগানে এঁকেছি যদি প্রেয়সীর ঠোঁতেও কম্পন
রাজপথেই তবে ছড়িয়ে দেই আজ আরেকটা লাল চুম্বন!!
হে প্রিয়ে-
মিছিলের স্রোতেই বড্ড আবেগে তোমার-আমার সংসার
চোখ রাঙানির সব আয়োজন করে দেবোই আজ ছাড়খার
এইবেলা এই যাত্রাপতে হাতুরিই যদিও সম্বল
আঘাতে আঘাতে বুজে নিক শোষক এই প্রেম কতটা অটল!!
নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসস্তুপের পর
রাঙা সূর্যের প্রখর প্রতাপে গড়ি সত্য-সুন্দর!!!
আমার পোস্টগুলো সব পাবলিক বলে কোন বিশেষ একজনকে ট্যাগাইলাম না smile絵文字