স্বামীঃ তুমি বোরকা ছাড়া আগামী শুক্রবার তোমার চাচাতো
বোনের বিবাহের অনুষ্ঠানে যেতে চাচ্ছো ?
.
স্ত্রীঃ হ্যাঁ, কেন নয়? বিশেষ একটা দিন!
.
স্বামীঃ তুমি বোরকা ছাড়া ঘর থেকে বের হতে পারো না।
.
স্ত্রীঃ দেখো!! আমি বাহিরে বোরকা পরিধান করে বের হয়ে থাকি এ জন্য সবর্দা বোরকা পড়ে বের হতে হবে? আর তুমিতো আমার সাথেই যাচ্ছো?? তুমি কি আমাকে সন্দেহ করো??
.
স্বামীঃ সন্দেহ করবো কেন?? আচ্ছা আমি বাজারে যাচ্ছি।
.
স্ত্রীঃ কেন?
.
স্বামীঃ একটা জিনিস আনতে।
(স্বামী বাজারে গিয়ে একটা বল কিনে আনলেন যে বলটা দেখলে মনে হবেই এটা স্বর্ণের তৈরি বল।
অতঃপর স্বামী বলটি নিয়ে বাসায় গেলেন।)
.
স্ত্রীঃ এটা কি স্বর্ণের ?
.
স্বামীঃ হ্যাঁ এটা অনেক মূল্যবান। এটা ড্রইং রুমে ঝুলিয়ে রাখতে পারো।
.
স্ত্রীঃ তুমি কি বোকা? কেউ যদি এটা দেখে ফেলে এবং চুরি করে?
.
স্বামীঃ দুটো দিন ঝুলিয়ে রাখ, এরপরে না হয় আলমারিতে রেখে দিও।